লেখক | |
---|---|
প্রকাশনী | |
বাইন্ডিং | হার্ডকভার |
ভাষা | বাংলা |
পৃষ্ঠা | 288 |
25% Off
গল্পে আঁকা মহান আবু বকর রাদিয়াল্লাহু আনহু
৳ 300
বনু তাইমের কাছে প্রিয় আবু বকর খুব প্রিয় ছিলেন।
তারা এই খবর পেয়ে ছুটে এলো, সশস্ত্র হয়ে।
এসে দেখলো—উতবা চলে গেছে। প্রিয় আবু বকর পড়ে আছেন নিথর হয়ে। তারা আবু বকরকে কাঁধে করে বাড়ি নিয়ে গেলো। জীবন-মৃত আবু বকর। কাঁধে নিয়ে যেতে-যেতে তারা ভাবছিলো—
আমরা কি পারবো গৃহ পর্যন্ত তাকে নিয়ে যেতে?
নাকি তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে যাবেন?
এই জীবন-মৃত অবস্থায় আবু বকরকে গৃহে রেখে তারা আবার ছুটে গেলো কাবা—চত্বরে, উতবার খোঁজে। তারা শপথ করলো—যদি আবু বকর আর না-জাগে .. যদি আবু বকরের কিছু হয়, তাহলে উতবাকে তারা আস্ত রাখবে না—মেরে ফেলবে। কিন্তু এবারও তারা উতবার কোনো অস্তিত্ব খুঁজে পেলো না। আবার ফিরে এলো আবু বকরের কাছে তার অবস্থা দেখতে। এসে দেখলো—আবু বকর বেঁচে আছেন। শ্বাস-নিঃশ্বাস জারি আছে।
জ্ঞান কি ফিরেছে?
তারা তাকে ডাকলো।
কিন্তু কোনো সাড়া মিললো না। জ্ঞান ফেরে নি। তারা উদ্বেগভরে একে অপরের দিকে তাকালো। নিজেদের খাপ-খোলা তলোয়ারগুলো দোলাতে লাগলো। প্রতিশোধ নেয়ার সংকল্প ব্যক্ত করলো। অপরাধী উতবার ওপর তাদের ক্ষোভ-আক্রোশ দানা বাঁধতে লাগলো। এখনই আবার উতবার খোঁজে বেরিয়ে যেতে চাইছে কিন্তু তাদের মনে একটু আশার আলো ফুটলো। আবু বকর জোরে-জোরে নিঃশ্বাস ফেলছেন। তারা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে উঠলো। চলতে লাগলো চিকিৎসা।
দিনশেষে একেবারে গোধূলি—অপরাহ্ণে আবু বকর চোখ মেললেন। বনু তাইমের চেনা-চেনা মুখগুলোর দিকে কেমন অচেনা-অচেনা চোখে তাকালেন। ঘোরাতে লাগলেন দৃষ্টি। তারপর অবাক কণ্ঠে বললেন,
‘তোমরা কে? আল্লাহর রাসূল কোথায়?’
সম্প্রদায়ের লোকেরা বিস্ময়ে উদ্বিগ্ন হলো।
এ কি আশ্চর্য ব্যাপার?!
চোখ খুলেই নিজের কথা বাদ দিয়ে আরেকজনের কথা জানতে চাইছেন!
আসলে আবু বকর মুহাম্মদকে বেশিই ভালোবাসেন। তার কোনো অমঙ্গল হলো কি না—এই চিন্তাই তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তারা এবার দ্রুত খাবার হাজির করার অনুরোধ করলেন আবু বকরের মাকে। অনেক রক্ত ঝরেছে। শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। একটু শক্তি দরকার।
খাবার আনা হলো।
স্বাভাবিক তো এই ছিলো যে আবু বকর খাবার দেখেই খেতে চাইবেন। খেতে শুরু করবেন।
কিন্তু না, তিনি খাবার দেখে বিরক্ত হলেন। নিশ্চুপ কণ্ঠটায় অনেক শক্তি সঞ্চয় করে বলে উঠলেন,
‘মা, আমি খাবো না এসব। নিয়ে যাও, জলদি নিয়ে যাও। আগে বলো—আল্লাহর রাসূল কেমন আছেন? কোথায় আছেন?’
যখন তাকে জানানো হলো যে, তিনি ভালো আছেন এবং দারুল আরকামে আছেন সবার সাথে, আবু বকর তখন নিজের আনন্দ ধরে রাখতে পারলেন না—শিশুর মতো তা প্রকাশ করতে লাগলেন। মুহূর্তেই ভুলে গেলেন নিজের কষ্টের কথা,
ব্যথার কথা,
রক্ত চিহ্নের কথা।
ব্যথা-জর্জরিত দেহটার কথা।
নিজেই উঠে দাঁড়ালেন।
বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আর মুখে বলতে লাগলেন—
واللّه لا أذوق طعاماً ولا أشرب شراباً أو آتي رسول اللّه صلى اللّه عليه وسلم
শপথ আল্লাহর, আমি পানাহার করবো না। ছুঁয়েও দেখবো না আল্লাহর রাসূলকে দেখার আগে।
Be the first to review “গল্পে আঁকা মহান আবু বকর রাদিয়াল্লাহু আনহু”
১ম ধাপ: পছন্দের বইটিকে CART এ এড করুন। অর্থাৎ 'এখনই কিনুন' বাটনে ক্লিক করুন
২য় ধাপ: এবার আপনার CART পেজ এ যান। (ওয়েবসাইট এর উপরের ডান কোণায় CART মেনুতে যান এবং VIEW CART এ ক্লিক করুন)
৩য় ধাপ: আপনার কার্ট আইটেমগুলো দেখে নিন এবং সবকিছু ঠিক থাকলে Proceed to Checkout এ চলে যান।
৪র্থ ধাপ: আপনার শিপিং ঠিকানা ও বিবরণ দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন
৫ম ধাপ: এরপর PLACE ORDER এ ক্লিক করুন। একাধিক বই কিনতে: যতগুলো বই কিনতে চান সবগুলো CART এ এড করুন, তারপর চেকআউট করুন। আপনি অর্ডার করার পর, আমরা পেমেন্ট চেক করবো এবং আপনার বই/বইগুলো ডেলিভারি দেয়া হবে। যে কোনও প্রকার হেল্প এর জন্য আমাদের ফোন অথবা মেইল করুন।
২য় ধাপ: এবার আপনার CART পেজ এ যান। (ওয়েবসাইট এর উপরের ডান কোণায় CART মেনুতে যান এবং VIEW CART এ ক্লিক করুন)
৩য় ধাপ: আপনার কার্ট আইটেমগুলো দেখে নিন এবং সবকিছু ঠিক থাকলে Proceed to Checkout এ চলে যান।
৪র্থ ধাপ: আপনার শিপিং ঠিকানা ও বিবরণ দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন
৫ম ধাপ: এরপর PLACE ORDER এ ক্লিক করুন। একাধিক বই কিনতে: যতগুলো বই কিনতে চান সবগুলো CART এ এড করুন, তারপর চেকআউট করুন। আপনি অর্ডার করার পর, আমরা পেমেন্ট চেক করবো এবং আপনার বই/বইগুলো ডেলিভারি দেয়া হবে। যে কোনও প্রকার হেল্প এর জন্য আমাদের ফোন অথবা মেইল করুন।
Reviews
There are no reviews yet.