প্রকাশনী | |
---|---|
বাইন্ডিং | পেপারব্যাক |
ভাষা | বাংলা |
পৃষ্ঠা | 80 |

ষোলো : ৪র্থ সংখ্যা (জুন-আগস্ট ২০২৩)
৳ 70
বই প্রকাশের সম্ভাব্য তারিখ 15 জুন 2023
সব স্বপ্নের রেশ সমান থাকে না। কিছু স্বপ্ন ভুলতে পারা অসম্ভব। এরা শরীর-মাথা-মন সব কামড়ে ধরে থাকে। যেতে চায় না। তাড়িয়ে দিলেও ফিরে আসে আবার শক্তপোক্ত হয়ে।
ঠিক সেরকম কিছু স্বপ্ন তাড়া করে বেড়ায় আমাদের সব সময়। ক্লান্তি দূর করতে যখন পাড়ার চায়ের দোকানে বসি, ঠিক সেখানেই আমার ছোট ভাইয়ের বয়সী ছেলেটাকে দেখি বিড়িতে আগুন ধরাচ্ছে। মনে হয়, কেউ একজন বুকের ভেতরটা ধারালো ছুরি দিয়ে ফুটো করে দিয়েছে।
বাসের পেছনের সিটে পিচ্চি একটা ছেলেকে যখন দেখি গার্লফ্রেন্ডের হাত ধরে বসে আছে, নিজেকে ধিক্কার দিতে থাকি। কিংবা টুয়েলভে পড়া রুমমেটকে যখন দেখি, রাতের পর রাত জেগে ফোনে বাবার রক্তঝরা টাকা উড়িয়ে দিচ্ছে সিমকার্ডের পেছনে, মাথাটা হ্যাং মারে।
আহা! কত স্বপ্ন দেখি ওদের নিয়ে, ওরা যদি বুঝত! সব বাধা বিপত্তির মুখেও ওদের হৃদয়ে একে একে ডানা মেলবে তাবৎ সুকুমার বৃত্তি। সজীবতার উচ্ছ্বাসে পৃথিবীর পথে পথে ফুটাবে ফুল। স্বপ্ন দেখি, ওরা ফেলে আসবে সব নোংরা অতীত, সব মোহ। এক্কেবারে হিরোর মতো… স্বপ্ন… কত স্বপ্ন!
মাথাচাড়া দিয়ে উঠা সেই স্বপ্নগুলো নিয়েই আমরা শুরু করেছিলাম ‘ষোলো’র যাত্রা। আজ একবুক আশা নিয়ে অনেকগুলো পিচ্চি তাকিয়ে থাকে আমাদের দিকে। ইনবক্স করে, ‘ভাইয়া, পরের সংখ্যা কবে আসবে? একটু তাড়াতাড়ি বের কইরেন প্লিজ।’ বড় ভালো লাগে। আরও বড় স্বপ্ন দেখতে ইচ্ছে করে৷
‘ষোলো’র সর্বশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল গত বছর। এরপর প্রায় একটি বছর কেটে গেছে। এই সময়ে আমরা বিভিন্ন কারণে ধারাবাহিক থাকতে পারিনি। এ জন্য আমাদের ষোলোদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের সীমাবদ্ধতা মাফ করে দিয়ো, ভাইয়াপুরা!
চতুর্থ সংখ্যার জন্য অনেক অপেক্ষা করেছ তোমরা। লম্বা বিরতির পর ‘ষোলো’ আবারও তোমাদের মাঝে ফিরে এসেছে।
এবারের সংখ্যায় নিয়মিত বিভাগের সাথে আদবকেতা সিরিজ, ক্যারিয়ার গাইডলাইন, কমিকস ইত্যাদি নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে। প্রচ্ছদ এবং ভেতরের গ্রাফিক্সসহ ম্যাগাজিনের সার্বিক মানোন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।
তারপরও ভুলত্রুটি থাকা স্বাভাবিক। ম্যাগাজিনের মানোন্নয়নে যেকোনো উত্তম পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করতে পারো। পরামর্শ পাঠাতে পারো আমাদের ই-মেইলে কিংবা ফেসবুক পেইজে। সেই সাথে পরের সংখ্যার জন্য পাঠাতে পারো তোমার লেখা। যেকোনো বিষয়ে।
‘ষোলো’ নিজে পড়ো। বন্ধুদের পড়তে দাও। ‘ষোলো’-কে ছড়িয়ে দাও ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি কোণায় কোণায়।
Be the first to review “ষোলো : ৪র্থ সংখ্যা (জুন-আগস্ট ২০২৩)”
২য় ধাপ: এবার আপনার CART পেজ এ যান। (ওয়েবসাইট এর উপরের ডান কোণায় CART মেনুতে যান এবং VIEW CART এ ক্লিক করুন)
৩য় ধাপ: আপনার কার্ট আইটেমগুলো দেখে নিন এবং সবকিছু ঠিক থাকলে Proceed to Checkout এ চলে যান।
৪র্থ ধাপ: আপনার শিপিং ঠিকানা ও বিবরণ দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন
৫ম ধাপ: এরপর PLACE ORDER এ ক্লিক করুন। একাধিক বই কিনতে: যতগুলো বই কিনতে চান সবগুলো CART এ এড করুন, তারপর চেকআউট করুন। আপনি অর্ডার করার পর, আমরা পেমেন্ট চেক করবো এবং আপনার বই/বইগুলো ডেলিভারি দেয়া হবে। যে কোনও প্রকার হেল্প এর জন্য আমাদের ফোন অথবা মেইল করুন।
Reviews
There are no reviews yet.