আলো হাতে আঁধার পথে

৳ 369

বোন আমার!
তুমি কি শোনোনি আসিয়া বিনতে মুজাহিমের কথা। ফিরআওন ও তার দলবলের নির্যাতনের মুখে তিনি ছিলেন সবরকারী। ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন সে কঠিন সময়গুলো। তার ইসলাম গ্রহণের কথা শুনে ফিরআওন তার ওপর প্রচণ্ড নির্যাতন করা শুরু করল। ফিরআওন তার কওমের সামনে বেরিয়ে এসে বলল, ‘তোমরা আসিয়া সম্পর্কে কী জানো?’ তারা আসিয়ার প্রশংসা করল। তখন ফিরআওন বলল, ‘সে তো আমাকে রেখে অন্য রবের ইবাদত করে।’ তখন তারা বলে উঠল, ‘তাকে হত্যা করো।’ তখন ফিরআওন তার দুহাত ও দুপায়ে পেরেক মেরে, তার পিঠে জাঁতাকল ঝুলিয়ে দিয়ে সূর্যের প্রখর রোদে পুড়ে যাওয়ার জন্য ফেলে রাখল। আল্লাহ! কত কষ্টই না ভোগ করতে হয়েছিল আল্লাহর এমন বান্দা-বান্দিদের। কত কঠিন বিপদই না এসেছিল তাদের সামনে। কিন্তু তারা একটুও পিছু না হটে সবর করে গেছেন।
.
আসিয়া একজন নারী। দুর্বল শরীর। তার দুহাত-দুপায়ে পেরেক মেরে সূর্যের প্রখর উত্তাপে ফেলে রাখা হলো। তার পিঠে জাঁতাকল ও পাথর চাপিয়ে দেওয়া হলো। যখন তার ওপর নির্যাতন হচ্ছিল, সূর্যের প্রখর রোদের সামনে রেখে দিল তাকে, তখন ফেরেশতারা তাদের ডানা দিয়ে ছায়া দিতে লাগল। যখন ফিরআওনের অত্যাচার-নির্যাতন প্রচণ্ড হয়ে উঠল, তখন আসিয়া বললেন :
رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتاً فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
‘হে আমার প্রতিপালক, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে আপনি ফিরআওন ও তার (অন্যায়) কার্যকলাপ থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন।’
.
মহান আল্লাহ তাকে তার জান্নাতের কথা জানালেন। তাকে তার জান্নাতের ঘরটি দেখিয়ে দিলেন—বলা হলো, এটা মণি-মুক্তা দিয়ে তৈরি—তখন সে হেসে উঠল। কাকতালীয়ভাবে এ ঘটনা ফিরআওনের উপস্থিতিতে ঘটল। সে তার সাঙ্গোপাঙ্গোদের বলল, ‘তোমরা কি তার পাগলামি দেখে আশ্চর্য হচ্ছ না? আমরা তাকে শাস্তি দিচ্ছি, আর সে হাসছে!’
কিন্তু আসিয়া তো সেসবের প্রতিফলন দেখেছে, যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনেনি, যার কল্পনাও কখনো কোনো মানবহৃদয়ে উদয় হয়নি। আসিয়া তার অটলতার পুরস্কার দেখেছে। দেখেছে তার সততার প্রতিদান। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই সুসংবাদ দিলেন। এরপর তাকে উঠিয়ে নিলেন তাঁর কাছে। তাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিলেন। তাকে জান্নাতে তুলে নিলেন। নিয়ে গেলেন তাঁর কাছে। হলেন তিনি রব্বুল আলামিনের প্রতিবেশী। আল্লাহর বান্দিগণ তো এটাই চায় আল্লাহর কাছে। তাদের আচরণে আশ্চর্য হই, যারা জানে যে, জান্নাত আছে, জান্নাতকে তাদের জন্য সুসজ্জিত করা হয়েছে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখা হয়েছে—কিন্তু তারা জান্নাত পাওয়ার জন্য ব্রতী হয় না, সে জন্য আমল করে না, চেষ্টা-সাধনা করে না!
রাসুল সা. বলেন :
مَنْ خَافَ أَدْلَجَ، وَمَنْ أَدْلَجَ بَلَغَ الْمَنْزِلَ، أَلَا إِنَّ سِلْعَةَ اللهِ غَالِيَةٌ، أَلَا إِنَّ سِلْعَةَ اللهِ الجَنَّةُ
‘যে ব্যক্তি ভয় করে, সে ভোর রাতেই রওনা করে। যে ভোর রাতে রওনা করে, সে গন্তব্যে পৌঁছে যায়। জেনে রাখো, আল্লাহর পণ্য খুবই উচ্চ মূল্যের। জেনে রাখো, আল্লাহর পণ্য হলো জান্নাত।’

লেখক

প্রকাশনী

ভাষা

বাংলা

পৃষ্ঠা

396

Reviews

There are no reviews yet.

Be the first to review “আলো হাতে আঁধার পথে”

১ম ধাপ: পছন্দের বইটিকে CART এ এড করুন। অর্থাৎ 'এখনই কিনুন' বাটনে ক্লিক করুন
২য় ধাপ: এবার আপনার CART পেজ এ যান। (ওয়েবসাইট এর উপরের ডান কোণায় CART মেনুতে যান এবং VIEW CART এ ক্লিক করুন)
৩য় ধাপ: আপনার কার্ট আইটেমগুলো দেখে নিন এবং সবকিছু ঠিক থাকলে Proceed to Checkout এ চলে যান।
৪র্থ ধাপ: আপনার শিপিং ঠিকানা ও বিবরণ দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন
৫ম ধাপ: এরপর PLACE ORDER এ ক্লিক করুন।

একাধিক বই কিনতে: যতগুলো বই কিনতে চান সবগুলো CART এ এড করুন, তারপর চেকআউট করুন।

আপনি অর্ডার করার পর, আমরা পেমেন্ট চেক করবো এবং আপনার বই/বইগুলো ডেলিভারি দেয়া হবে। যে কোনও প্রকার হেল্প এর জন্য আমাদের ফোন অথবা মেইল করুন।