লেখক | |
---|---|
অনুবাদক | কাজী আবুল কালাম সিদ্দীক |
পৃষ্ঠা | 356 |
প্রকাশনী | |
বাইন্ডিং | হার্ডকভার |
ভাষা | বাংলা |
ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান
৳ 375
আচ্ছা কেমন হয় যদি নবীজি ﷺ এর যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসের সারনির্যাস এক মলাটে ৩৫০-৩৬০ পৃষ্ঠার বইতে পেয়ে যান?
মুসলিম উম্মাহর একজন সদস্য হয়ে আপনার কি উচিত না রাসূলের যুগ থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসের পুরো সিকুয়েন্সটা মাথায় রাখা? প্রত্যেকের ইতিহাসবেত্তা হওয়া জরুরি না, কিন্তু পুরো ইসলামি ইতিহাসের ঘটনা পরিক্রমাগুলোত অন্তত জানা দরকার।
নবীজির যুগ থেকে শুরু করে বর্তমান ইতিহাসের একদম মূল সারনির্যাস ধাপেধাপে এক মলাটে লিখেন আরবের বিখ্যাত শাইখ ডক্টর মুহাম্মাদ ইবরাহীম শারীকী। নাম দেয়া হয় ‘তারিখুল ইসলামিয়া’। এটিরই অনূদিত রূপ ‘ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান’।
১। বইটি পাকিস্তান বেফাকের (মাদ্রাসা শিক্ষাবোর্ড) সিলেবাসভুক্ত।
২। বইর ভূমিকায় বইটির ব্যাপারে পাকিস্তানের বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহিমাহুল্লাহর সারগর্ভ ভূমিকা যোগ করা হয়েছে।
৩। মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় শায়খ আবদুল মালেক হাফিজাহুল্লাহ ছাত্রদের ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে প্রাথমিকভাবে এই বইটি পড়ার পরামর্শ দেন।
৪। মূল বইতে রেফারেন্স কম ছিল। লেখক বইর শেষে বইর একটা লম্বা তালিকা দেন যেখান থেকে তিনি সহায়তা নিয়েছেন। কিন্তু পাঠকদের সুবিধার্থে অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক সাহেব প্রচুর পরিশ্রম করে নিজের পক্ষ থেকে অনেক রেফারেন্স যোগ করেছেন।
৫। বইটির আদ্যোপান্ত সম্পাদনা করেছেন শাইখ মীযান হারুন।
৭০ এর দশকের ঘটনা। আরবের রাবেতা আল ইসলামিয়ার সম্মানিত শাইখগণ একটা সমস্যার সমাধানে বসলেন। সমস্যাটা হচ্ছে আরব যুবকরা ইসলামের গর্বিত ইতিহাস সম্পর্কে পরিপূর্ণ বেখবর।
এর কারণ হিসেবে তারা দেখতে পায় সাধারণত ইতিহাসের বইগুলো বড় বড় ভলিউমের হয়ে থাকে। যাদের মধ্যে ব্যক্তিগতভাবে ইতিহাস পড়ার খুব ঝোঁক আছে, তারা না হয় এসব পড়ে ইতিহাসের পাঠ বিস্তারিতভাবে গ্রহণ করবে।
কিন্তু এদের সংখ্যাত খুবই কম। বড় অংশতো তারাই যারা এত বড় বই পড়ার আগ্রহ পায় না। ফলে ইসলামের ইতিহাস যতটুকু না জানলেই নয় তাও জানা হচ্ছে না।
সমাধান হিসেবে সিদ্ধান্ত নেয়া হয় নবীজির যুগ থেকে শুরু করে বর্তমান ইতিহাসের একদম মূল সারনির্যাস ধাপেধাপে এক মলাটে নিয়ে আসা হবে।
তখন এই দায়িত্ব পালনে বই লেখেন শাইখ ডক্টর ইবরাহীম শারিফী। নাম দেয়া হয় ” তারিখুল ইসলাম “।
এটিরই অনূদিত রূপ ‘ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান’।
বইর গ্রহণযোগ্যতা বোঝার জন্যে এরচে বড় মূল্যায়ন আর দরকার নেই। তবুও সুখময় অতিরিক্ত কিছু থেকে থাকলে আপনাদের সাথেও শেয়ার করতে চাই। তা হচ্ছেঃ
১। বইটি পাকিস্তান বেফাকের (মাদ্রাসা শিক্ষাবোর্ড) সিলেবাসভুক্ত।
২। বইর ভূমিকায় বইটির ব্যাপারে পাকিস্তানের বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহিমাহুল্লাহর সারগর্ভ ভূমিকা যোগ করা হয়েছে।
৩। মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় শায়খ আবদুল মালেক হাফিজাহুল্লাহ ছাত্রদের ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে প্রাথমিকভাবে এই বইটি পড়ার পরামর্শ দেন।
৪। মূল বইতে রেফারেন্স কম ছিল। লেখক বইর শেষে বইর একটা লম্বা তালিকা দেন যেখান থেকে তিনি সহায়তা নিয়েছেন। কিন্তু পাঠকদের সুবিধার্থে অনুবাদক প্রচুর পরিশ্রম করে নিজের পক্ষ থেকে অনেক রেফারেন্স যোগ করেছেন।
4 reviews for ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান
Add a review
২য় ধাপ: এবার আপনার CART পেজ এ যান। (ওয়েবসাইট এর উপরের ডান কোণায় CART মেনুতে যান এবং VIEW CART এ ক্লিক করুন)
৩য় ধাপ: আপনার কার্ট আইটেমগুলো দেখে নিন এবং সবকিছু ঠিক থাকলে Proceed to Checkout এ চলে যান।
৪র্থ ধাপ: আপনার শিপিং ঠিকানা ও বিবরণ দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন
৫ম ধাপ: এরপর PLACE ORDER এ ক্লিক করুন। একাধিক বই কিনতে: যতগুলো বই কিনতে চান সবগুলো CART এ এড করুন, তারপর চেকআউট করুন। আপনি অর্ডার করার পর, আমরা পেমেন্ট চেক করবো এবং আপনার বই/বইগুলো ডেলিভারি দেয়া হবে। যে কোনও প্রকার হেল্প এর জন্য আমাদের ফোন অথবা মেইল করুন।
Md sazedur Rahman –
ইসলামের ইতিহাসঃনব্বী যুগ থেকে বর্তমান
মোহাম্মদ তারিকুল ইসলাম। –
আপনাদের ফোন নাম্বার পেলে ভালো হতো। একটা বই কিনতে চাই। ইসলামের ইতিহাস।
আল আমিন –
দারুণ একটা বই
https://www.facebook.com/jinojadurchikitsaofficial/
বরকত উল্লাহ (verified owner) –
দারুন একটা বই